আজ: ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১:১১
সর্বশেষ সংবাদ
শিক্ষাঙ্গন ডেঙ্গুতে জাবি শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গুতে জাবি শিক্ষার্থীর মৃত্যু


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৬/১১/২০২০ , ১:৫০ অপরাহ্ণ | বিভাগ: শিক্ষাঙ্গন


ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী রঞ্জিত দাস চৌহান জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।
রবিবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ বছর বয়সী এ তরুণের মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয় সিনে সোসাইটির সাবেক সহসভাপতি মাজহারুল ইসলাম সৈকত বলেন, ‘রঞ্জিত গতকাল অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেলে ভর্তি করার পর রঞ্জিতকে আইসিইউতে স্থানান্তরের প্রক্রিয়া চলছিল। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, ‘রঞ্জিত আগে থেকেই অসুস্থ ছিল। কিন্তু বোঝা যায়নি। কাউকে সে কিছু বলেওনি। রক্ত পরীক্ষার রিপোর্টে দেখা গেছে ওর প্লাটিলেট ৫ হাজারের নিচে নেমে গিয়েছিল।’
রঞ্জিতের মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

Comments

comments