কমেডি ছবির জন্য এত টাকা পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়!
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৬/১১/২০২০ , ১২:০০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


লাভের অঙ্ক বেশ ভাল বোঝেন অক্ষয় কুমার। গত বছরও তাঁর ৬টি সিনেমা মুক্তি পেয়েছিল। চলতি বছরে করোনা পরিস্থিতির জেরে শুধুমাত্র ‘লক্ষ্মী’ মুক্তি পেলেও আগামী বছরের কাজ গুছিয়ে নিয়েছেন বলিউডের খিলাড়ি। সূত্রের খবর মানলে, এবার পারিশ্রমিকের পরিমাণেও সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছেন তিনি। আসন্ন কমেডি ছবির জন্য নাকি ১০০ কোটি টাকা নিচ্ছেন অক্ষয়। হ্যাঁ, ১০০ কোটি টাকা! বি-টাউনের সর্বত্র শোনা যাচ্ছে এই গুঞ্জন।
কিছুদিন আগেই শোনা গিয়েছিল, ‘পতি পত্নী অউর উয়ো’ খ্যাত পরিচালক মুদাসসার আজিজের পরিচালনায় এতটি কমেডি ছবিতে অভিনয় করবেন অক্ষয়। ছবিটি প্রযোজনা করবেন জ্যাকি বাগনানি। কিছুদিন আগেই জ্যাকির প্রযোজনায় ‘বেল বটম’ ছবির কাজ শেষ করেছেন অক্ষয়। সেই ছবির সেটেই নাকি এই ছবির চিত্রনাট্য তাঁকে শোনানো হয়েছিল। চিত্রনাট্য শুনে অক্ষয়ের পছন্দ হয়েছে। অভিনয়ে সম্মতি জানান। আর এই ছবির জন্যই নাকি ১০০ কোটি টাকা পেতে চলেছেন বলিউডের খিলাড়ি। বাকি ছবির বাজেট ৩৫ থেকে ৪০ কোটি টাকা। অর্থাৎ, সূত্রের খবর যদি সত্যি হয় তাহলে ছবির দ্বিগুণেরও বেশি পারিশ্রমিক পাবেন বলিউড তারকা।
কিছুদিন আগেই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত হরর কমেডি ‘লক্ষ্মী’। বিতর্ক, কটাক্ষ, নেটদুনিয়ার বয়কটের ডাক, সমালোচকদের বিরূপ প্রতিক্রিয়া সত্ত্বেও ওটিটি প্ল্যাটফর্মে রেকর্ড ওপেনিং পায় ছবিটি। অক্ষয়ের এই ব্র্যান্ড ভ্যালুর উপরই নাকি ভরসা রাখছেন প্রযোজক জ্যাকি। তাঁর বিশ্বাস, ছবির স্যাটেলাইট, টেলিভিশন, ওটিটি এবং গানের কপি রাইট থেকেই অর্ধেকের বেশি টাকা উঠে আসবে। বাকি টাকা সিনেমা হল থেকে মিলবে। তারপর উপরে নাকি ছবির শুটিং ৪৫ দিনের মধ্যে সেরে ফেলবেন অক্ষয়। এতে প্রোডাকশন কস্ট অনেকটাই কমে যাবে। আগামী বছরের জুলাই মাসে কমেডি ছবির শুটিং শুরু করতে পারেন অক্ষয়। ২০২২ সালে ছবি রিলিজের পরিকল্পনা রয়েছে পরিচালক-প্রযোজকের।