কুয়েত ছাড়তে হবে ৬০ বছর বয়সী অভিবাসী শ্রমিকদের
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৬/১১/২০২০ , ১২:১৪ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


আগামী বছরের ১ জানুয়ারি ৬০ বছর পূর্ণ হবে- এমন অভিবাসী শ্রমিকের আকামা নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। এ কারণে ৬০ বছরের বেশি বয়স্ক প্রবাসীদের কুয়েত ছেড়ে নিজ নিজ দেশে ফিরে যেতে হবে।
কুয়েতের দৈনিক আল আনবা জনশক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে।
শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত বয়সসীমা শেষে নিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে কাজের চুক্তি বাতিল হবে এবং কুয়েত ত্যাগ করতে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১ থেকে ৩ মাস পর্যন্ত সময় দেয়া হবে।