চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৬/১১/২০২০ , ১১:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


চিরিরবন্দরে মাটি পরিবহনকারী ট্রাক্টরের ধাক্কায় সাথী রানী রায় (১৬) নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনাটি গতকাল ১৫ নভেম্বর রবিবার সকাল আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার তালপুকুর বাজারের সন্নিকটে পশ্চিম পাশে ঘটেছে। সাথী ভিয়াইল ইউনিয়নের দূর্গাডাঙ্গা গ্রামের মনিন্দ্র নাথ রায়ের একমাত্র কন্যা এবং দূর্গাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, ওই সময় সাথী ভাইফোটা দেয়ার জন্য জনৈক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে একটি মাটি পরিবহনকারী ট্রাক্টরের সাথে ধাক্কা লাগলে সাথী রাস্তার ধারে ছিটকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়।
এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।