শচীনকে ধন্যবাদ জানাল বিসিসিআই
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৬/১১/২০২০ , ১২:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: খেলাধূলা


ভারতীয় ক্রিকেটে আজ একটি বিশেষ দিন। ১৯৮৯ সালের ১৫ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। ২০১৩ সালের ১৫ নভেম্বর শেষবার ভারতের হয়ে ব্যাট করতে মাঠে নেমেছিলেন তিনি।
এমন স্মরণীয় দিনে বিসিসিআই কৃতজ্ঞতা জানিয়েছে শচীনকে। আইসিসিও এমন ঐতিহাসিক দিনটির কথা তুলে ধরেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিসিসিআই এক টুইট বার্তায় লিখেছে, ‘১৯৮৯ সালের আজকের দিনেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শচীন টেন্ডুলকারের। ২০১৩ শেষবার টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট করতে নেমেছিলেন। সারা বিশ্বে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।’
শচীনের সঙ্গে একই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আরেক কিংবদন্তি পাকিস্তানি পেসার ওয়াকার ইউনিসের।
আইসিসি টুইটারে লিখেছে, ‘ঐতিহাসিক দিন। ক্রিকেটের জিনিয়াসরা। ১৯৮৯ সালে এই দিনেই কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও পাকিস্তানের বোলিং রত্ন ওয়াকার ইউনিসের করাচি টেস্টে অভিষেক হয়েছিল।’