আজ: ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ২:১০
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর গোলাগুলিতে নিহত ১৮

নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর গোলাগুলিতে নিহত ১৮


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৫/১১/২০২০ , ৬:৪৭ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্যে স্থানীয় দুটি গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। আনাদুলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
হামলায় নিহতদের মধ্যে দুই পুলিশ সদস্য রয়েছেন বলে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, রোববার প্রাদেশিক রাজধানী বেনিনে সংঘর্ষের সময় দুপক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন বেসামরিক লোক আহত হয়েছে। এছাড়া বেশকিছু ঘর-বাড়িতে অগ্নিসংযোগও করা হয়েছে।
রাজ্যটির এক কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি দলকে মোতায়েন করা হয়েছে।
আধিপত্য বিস্তার, ভূমি ও খনিজসম্পদের দখল ও নিয়ন্ত্রণ নিয়ে নাইজেরিয়ায় জাতিগত সহিংসতা প্রায়ই ঘটে। ভয়াবহ এসব সহিংসতায় প্রতিবছর দেশটিতে কয়েকশ মানুষের মৃত্যু হয়।

Comments

comments