আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, বিকাল ৫:৩৯
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ মাস্ক না পরায় নাটোরে ১৪ জনের জেল-জরিমানা

মাস্ক না পরায় নাটোরে ১৪ জনের জেল-জরিমানা


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৫/১১/২০২০ , ৬:৪৮ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


নাটোরে মাস্ক না পড়ায় ৬ জনকে ২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ৮ জনকে জরিমানা করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) শহর এলাকায় এসব কারাদণ্ড ও জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিতকরণে রোববার নাটোর শহরে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুনের নেতৃত্বে পরিচালিত কোর্টে পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার না করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ৫টি মামলায় ৮ জনকে সর্বমোট ২৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া ১টি মামলায় ৬ জনকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, বাজারসহ জনবহুল স্থানে মাস্ক পরিধান নিশ্চিত করতে কঠোর অভিযান অব্যাহত থাকবে। ইতিপূর্বে সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয়েছে।
ওই প্রচার অভিযানে বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিতকরণে রোববার থেকে নাটোরে মোবাইল কোর্ট পরিচালিত হবে বলে ঘোষণা করা হয়।

Comments

comments