চীনে বিভিন্ন দেশ থেকে আমদানি করা গরুর মাংসে করোনা শনাক্ত
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৫/১১/২০২০ , ৩:৩০ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


চীনের পূর্বাঞ্চলীয় শহর জিনান কর্তৃপক্ষ জানিয়েছে যে ব্রাজিল, নিউজিল্যান্ড, বলিভিয়া থেকে আমদানি করা হিমায়িত গরুর মাংসে করোনা ভাইরাস পাওয়া গেছে।
শনিবার একটি বিবৃতিতে এমনটি জানানো হয়েছে।
জিনান শহরের হেলথ কমিশনের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়, গুয়োতাই ইন্টারন্যাশনাল গ্রুপ এবং সাংহাই ঝংলি ডেভেলপমেন্ট ট্রেড নামের দুইট কোম্পানি মাংসগুলো আমদানি করেছিল।এই মাংসগুলোর সংস্পর্শে এসেছিলেন প্রায় সাড়ে সাত হাজারের বেশি মানুষ। তবে তাদের মধ্যে কারো শরীরেই করোনা ভাইরাস পাওয়া যায়নি।