আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, বিকাল ৫:৫৬
সর্বশেষ সংবাদ
রাজনীতি হেফাজতে ইসলামের আমির বাবুনগরী, মহাসচিব কাসেমী

হেফাজতে ইসলামের আমির বাবুনগরী, মহাসচিব কাসেমী


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৫/১১/২০২০ , ৫:৩৪ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।আজ রবিবার (১৫ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় আয়োজিত সম্মেলেন তিনি আমির নির্বাচিত হন।

একই সম্মেলেন মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রিন্সিপাল ও হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির নূর হোসাইন কাসেমী।প্রতিনিধি সম্মেলনের সভাপতি হেফাজতের সিনিয়র নায়েবে আমিরের পক্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক হেফাজতে ইসলামের নতুন নেতার নাম ঘোষণা করেন। একই সঙ্গে সংগঠনের মোট ১৫১ জনের পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয়।এর আগে সকাল ১০টা থেকে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কাউন্সিলের কার্যক্রম শুরু। এই মাদ্রাসা সংগঠনটির সদর দপ্তর হিসেবে পরিচিত।তবে এই কাউন্সিল ঘিরে হেফাজতের দুপক্ষ মুখোমুখি অবস্থান ছিল। প্রয়াত আমির শাহ আহমদ শফীপন্থি নেতারা এ কাউন্সিলকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে এটি বন্ধ রাখার দাবি জানিয়েছিলেন।হেফাজতের সাবেক প্রচার সম্পাদক শফীপুত্র আনাস মাদানীসহ আগের কমিটির শফীপন্থি বেশ কয়েকজন নেতা এই কাউন্সিলে অংশ নেননি।প্রসঙ্গত, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফি ঢাকায় চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন। এর পর থেকে সংগঠনটির আমিরের পদটি শূন্য ছিল।

Comments

comments