কাপাসিয়ায় শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি জুয়েল সম্পাদক জালাল উদ্দিন
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৫/১১/২০২০ , ১২:৫০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


জাতীয় শ্রমিক লীগ কাপাসিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মোল্লাকে সভাপতি ও প্রয়াত সভাপতি কাদির ফকিরের ছেলে এ এইচ এম জুয়েল ফকিরকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে ।
উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে (১৪ নভেম্বর) দুপুরে এ কমিটির ঘোষণা করা হয়।
জাতীয় শ্রমিক লীগ কাপাসিয়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আকরাম হোসেন খানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রশিদ সরকার।
প্রধান বক্তা জাতীয় শ্রমিক লীগ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার মফিজুর রহমান লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড, মো. আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. হামিদুল হক,সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম সহ আওয়ামী লীগের ও জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।