আজ: ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১:৩১
সর্বশেষ সংবাদ
বিনোদন চিকিৎসকদের নিয়ন্ত্রণের বাইরে সৌমিত্র, পরিবারকে খবর

চিকিৎসকদের নিয়ন্ত্রণের বাইরে সৌমিত্র, পরিবারকে খবর


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৫/১১/২০২০ , ১২:০৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


আশা ক্ষিণ হচ্ছে ক্রমশই। শনিবার সকাল থেকে বিকেলের মধ্যে অবস্থার আরও অবনতি হয়েছে। শেয পাওয়া খবর অনুযায়ী, চিকিৎসকদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সৌমিত্রর অবস্থা। ইতিমধ্যে পরিবারকেও জানানো হয়েছে সেই কথা। শেষ ২৪ ঘন্টায় দ্রুত অবস্থার অবনতি ঘটেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের।
চিকিৎসকরা বলছেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়। পরিস্থিতি চিকিৎসকদের প্রায় হাতের বাইরে। চিকিৎসকরাও এখনও ‘মিরাকল’-এর কথাই বলেছেন। সৌমিত্রর মস্তিষ্ক প্রায় অচল। ব্রেন ডেথ কিনা এ বিষয়ে এখনই কিছু জানাচ্ছে না হাসপাতাল।আজ শনিবার বিকেলে এমনই খবর মিলেছে হাসপাতাল সূত্রে।
মাল্টি অর্গান ফেইলিওর হয়েছে। নানাভাবে সাপোর্ট দিয়ে লড়াই চালাচ্ছেন চিকিৎসকেরা। অরিন্দম করে জানিয়েছেন , “বিভিন্ন ভাবে সাপোর্ট দিয়ে তার অবস্থা সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল।”
শরীরে অক্সিজেনের মাত্রা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। সম্পূর্ণ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। ১০০ শতাংশ ফেডারেশন সাপোর্টে রেখে দেওয়া হয়েছে। প্লাসমাফেরেসিস বা ডায়ালিসিস তেমনভাবে কোন কাজ করছে না।

Comments

comments