আজ: ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ২:৪৭
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ ট্রাক ঢুকে গেল চায়ের দোকানে, নিহত ১

ট্রাক ঢুকে গেল চায়ের দোকানে, নিহত ১


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৫/১১/২০২০ , ৯:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


বাগেরহাটের ফকিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে দ্রুতগামী একটি ট্রাক ঢুকে পড়ায় এক শিশু নিহত এবং নারীসহ তিনজন আহত হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলায় সড়কের পাশে স্থানীয় সকাল-সন্ধ্যা হোটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল মাওয়া (১০) বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার আট্টিকি গ্রামের কবিরুল ইসলামের মেয়ে।
আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় জাকিয়া খাতুনকে (৪৫) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনম খায়রুল আনাম জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দ্রুতগামী ট্রাকটি রাস্তার পাশে ওই চায়ের দোকানে ঢুকে উল্টে যায়।

Comments

comments