ঈশ্বরগঞ্জে ধর্ষকের বিচার না হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যার হুমকী
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৫/১১/২০২০ , ১০:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গ্রাম্য সালিশে বিচার প্রার্থী হয়ে এর প্রতিকার না পেয়ে লোকলজ্জার ভয়ে আত্মহত্যার হুমকী প্রদান করে স্কুলছাত্রী।
এ ঘটনাটি ঘটেছে উপজেলার বড়হিত ইউনিয়নের ভুলসোমা গ্রামে বুধবার রাতে।
গতকাল শনিবার রাতে ধর্ষিতা বাবা ও মা অভিযোগ দিতে থানায় আসেন।
তাদের অভিযোগে জানা যায়, বড়হিত ইউনিয়নের একটি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী একই গ্রামের প্রতিবেশী আব্দুল মন্নাছের পুত্র মাহমুদুল্লাহকে বিদ্যালয়ে থেকে পরীক্ষার জন্য অ্যাসাইনমেন্ট এনে দিতে বলে ওই ছাত্রী।
পবে বুধবার রাতে অ্যাসাইনমেন্টটি ছাত্রীকে দেওয়ার জন্য মোবাইল ফোনে ডেকে বাড়ির সামনে নিয়ে তাকে ধষর্ণ করে।
ধর্ষিতার পরিবার বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্যদের স্বরণাপন্ন হলে সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনাটি এলাকায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ায় লোকলজ্জার ভয়ে ওই ছাত্রী আত্মহত্যার হুমকীদেয় বলে জানান তার বাবা-মা। শনিবার রাতে ছাত্রীকে নিয়ে তার বাবা-মা মামলা করতে থানায় আসেন।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, ছাত্রী ও তার বাবা-মা থানায় এসেছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।