উলিপুরে নাইট ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৪/১১/২০২০ , ৬:০৫ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


কুড়িগ্রামের উলিপুর আলিয়া বহুমুখী সিনিয়ার মাদ্রাসা মাঠে নাইট ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে বন্ধু স্পোর্টিং ক্লাব আয়োজনে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর সোহরাব আলী, উলিপুর পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক।
প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ, উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ। খেলায় রেমি ফ্যান্স ক্লাব ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৮ রানের টার্গেট দেন উলিপুর একাদশ স্পোর্টিং ক্লাবকে। তারা ৩ উইকেট হারিয়ে ৭ ওভারে বিজয় লাভ করে।