পবিত্রকে প্রকাশ্যে এজাজের চুমু, নিক্কিকে জোর করে চুমু খেয়ে বিপাকে জান কুমার
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৪/১১/২০২০ , ১১:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দর্শকদের নজর কাড়তে কোনও সুযোগই ছাড়ছেন না ‘বিগ বস ১৪’ এর প্রতিযোগীরা। দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখতে প্রায় প্রতিদিনই বদলে যাচ্ছে ‘বিগ বস’-এর ঘরের সমীকরণ।
‘বিগ বস’-এর শুরু থেকে যে নিক্কি তাম্বোলি জান কুমার শানুর বন্ধুত্ব দেখা গিয়েছিল, সেই নিক্কির সঙ্গেই এবার বিবাদে জড়াতে দেখা গেল জানকে। নিক্কির অভিযোগ, সে নিষেধ করা সত্ত্বেও জান কুমার শানু তাঁকে বারবার চুম্বন করেছেন। এমনকি পুরনো বন্ধু জানকে জেলে পাঠানোর কথাও বলতে শোনা গেল নিক্কিকে। পুরো বিষয়টিতে কিছুটা অপ্রস্তুত হতে দেখা গেল জানকে।
https://www.instagram.com/colorstv/?utm_source=ig_embed
অন্যদিকে, আবার এজাজ খানের সঙ্গে পবিত্র পুনিয়ার একটা প্রেমের রসায়ন তৈরি হতেও দেখা যাচ্ছে। নতুন প্রমোতে দেখা যাচ্ছে, পবিত্র যখন নিক্কির সঙ্গে কথা বলতে ব্যস্ত তাঁর ফাঁকে এজাজ এসে পবিত্র হঠাৎই পবিত্র পুনিয়াকে চুম্বন করে বসেন। চুপিচুপি প্রেম করতেও দেখা যায় তাঁদের। এলি বাথরুমে ঢুকে হঠাৎ দেখেন এজাজ পবিত্রকে জড়িয়ে ধরেছেন। আর এক পরেই সে ‘ধরা পড়ে গেছো’ বলে দৌড়ে পালায়।
বিগ বসের ঘরের এই কাণ্ডকারখান দেখা যাবে আজ রাত সাড়ে ১০টায়।