আজিজুল হাকিমের শারীরিক অবস্থার অবনতি
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৪/১১/২০২০ , ৩:১১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


লাইফ সাপোর্টে থাকা অভিনেতা আজিজুল হাকিমের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শুক্রবার ভোর থেকে লাইফ সাপোর্টে থাকা এ অভিনেতার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি বলে হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান জানান।
তিনি বলেন, ‘আজিজুল হাকিমকে এখনো লাইফ সাপোর্টেই রাখা হয়েছে। শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। এ পরিস্থিতিতে অবস্থার উন্নতি না হওয়া মানে সেটাকে অবস্থার অবনতি বলেই ধরে নেওয়া হয়।’
মঙ্গলবার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্তের পর চিকিৎসকের পরামর্শে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন আজিজুল হাকিম। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয় তাকে। করোনাভাইরাসের পাশাপাশি ৬১ বছর বয়সী এ অভিনেতা কয়েক বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। সপ্তাহখানেক আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন।
তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমেরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে; বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন তারা।