‘দূর-দূরান্ত থেকে মানুষ শুটিং দেখতে আসছেন’
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৪/১১/২০২০ , ৯:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


আবারো পুরোদমে শুরু হয়েছে সিনেমার শুটিং। অবসরে থাকা চিত্র তারকারা ব্যস্ত এখন শুটিং নিয়ে। ঢাকায় ও ঢাকার বাইরে চলছে কাজ। এরমধ্যে নতুন সিনেমা শুরু করলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। বর্তমানে তিনি সরকারি অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’তে কাজ করছেন। শুটিং চলছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা নামে একটি চা বাগানে। এখন সেখানেই অবস্থান করছে নওশাবাসহ পুরো ইউনিট। শহর থেকে আড়াই ঘণ্টার সড়কপথ ধরে যেতে হয়েছে সেখানে।
নওশাবা বলেন, ‘অনেকদিন পর সিনেমার শুটিং শুরু করে বেশ ভালো লাগছে। সিনেমা সবসময় আমার কাছে উচ্ছ্বাসের বিষয়। সুন্দর এক জায়গায় শুটিং করছি। সবচেয়ে মজার বিষয় প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ শুটিং দেখতে আসছেন। তাদের সঙ্গে কথা বলে ভালো লাগছে।’
বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’ সিনেমার পুরো অংশজুড়ে চা বাগানের শ্রমিকদের জীবনযাপন ধরা দেবে। তাদের জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, নিজেদের মধ্যে কোন্দল সবকিছুই ফুটে উঠবে এই সিনেমায়।