আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, বিকাল ৫:৫২
সর্বশেষ সংবাদ
খেলাধূলা নেশন্স লিগে রাতে মাঠে নামছে ফ্রান্স, পর্তুগাল, জার্মানি ও স্পেন

নেশন্স লিগে রাতে মাঠে নামছে ফ্রান্স, পর্তুগাল, জার্মানি ও স্পেন


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৪/১১/২০২০ , ৫:৪০ অপরাহ্ণ | বিভাগ: খেলাধূলা


উয়েফা নেশন্স লিগে রাতে মাঠে নামবে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, স্পেন ও ক্রোয়েশিয়ার মতো দলগুলো। বিগ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স লড়বে রোনালদোর পর্তুগালের বিপক্ষে। জার্মানির প্রতিপক্ষ ইউক্রেন, ক্রোয়েশিয়ার সুইডেন আর স্পেন খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। সবগুলো ম্যাচই রাত পৌনে ২টায়।

গ্রুপ থ্রিতে বিগ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স মোকাবেলায় নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুহালের। খেলাটা হবে পর্তুগীজদের ঘরের মাঠে। এই গ্রুপে এ দুই দলের মধ্যে চলছে টানটান প্রতিযোগিতা। দুদলই চারটি করে ম্যাচ খেলে ৩ জয় ও একটি করে ড্র করেছে। উভয়ের পয়েন্ট সমান ১০, কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিল টপে পর্তুগাল। পরের রাউন্ডে কারা যাবে সেটা অনেকটা এই ম্যাচের ওপর নির্ভর করছে।

গ্রুপ ফোরে ঘরের মাঠে ইউক্রেনের বিপক্ষে নামবে জার্মানি। ৪ ম্যাচ খেলে মাত্র ১টা জিততে পেরেছ জার্মানরা। বাকি তিন ম্যাচ ড্র করায় আছে টেবিলে দুই। তাদের ওপরে আরেক ফেভারিট স্পেন। পরের রাউন্ডে কোয়ালিফাই করতে হলে জার্মানি জয় ব্যাতিত অন্য কিছু ভাবার সুযোগ নাই। জার্মান কোচ জোকামিক লোর হাতে গেনাব্রি, সানে, নয়্যার, ক্রুসদের মতো এক ঝাক তারকা আছে। তাই জয় কঠিন হবে না।

গ্রুপ ফোরের আরেক দল স্পেনও নামবে মাঠে। ওদের প্রতিপক্ষে টেবিলের তলানিতে থাকা সুইজারল্যান্ড। টেবিল টপে আছে স্পেন, কিন্তু নির্ভার থাকার সুযোগ নাই। সার্জিও রামসদের ঠিক নিচে আছে শক্তিশালী জার্মানি। যেহেতু জার্মানদের চেয়ে এক পয়েন্ট বেশি আছে লুইস এনরিকের দলের, তাই সেই আত্মবিশ্বাস নিয়ে খেলেই প্রত্যাশিত ফল পাওয়া সহজ হবে স্পেনের।

Comments

comments