আজ: ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১২:৫৫
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক ইসরাইলি গোয়েন্দাদের হাতে শীর্ষ আলকায়দা নেতা নিহত

ইসরাইলি গোয়েন্দাদের হাতে শীর্ষ আলকায়দা নেতা নিহত


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৪/১১/২০২০ , ১২:০০ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


১৯৯৮ সালে আফ্রিকায় দুটি মার্কিন দূতাবাসে বোমা হামলার মূলহোতা আল কায়েদার সেকেন্ড ইন কমান্ড আব্দুল্লাহ আহমেদ আব্দুল্লাহকে হত্যা করেছে ইসরাইলি গুপ্তচরেরা। যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা ইসরাইলি গুপ্তচররা গত আগস্টে আব্দুল্লাহ আহমেদকে ইরানের রাজধানী তেহরানে গুলি করে হত্যা করে । এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, নিহত জঙ্গি আব্দুল্লাহ আবু মুহাম্মাদ আল-মাসরি নামেও পরিচিত ছিল । গত ৭ আগস্ট দুজন মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে।

নিহত আল-মাসরিকে আল কায়েদার বর্তমান নেতা আয়মান আল-জাওয়াহরির উত্তরসূরী বলে ভাবা হতো।

এই জঙ্গি নেতাকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা রয়েছে কিনা সেটি এখনো স্পষ্ট নয়। তবে আল-মাসরিসহ ইরানে অবস্থানরত আরও কয়েকজন আল-কায়েদা নেতাকে বেশ কয়েক বছর ধরে খুঁজছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করলেও কোনো বিস্তারিত তথ্য দিতে রাজি হননি। আর এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউসের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে আল-মাসরির মৃত্যু নিয়ে আলকায়দার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

Comments

comments