আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সন্ধ্যা ৬:৩৪
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক একের পর এক পাক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত , ভিডিও ভাইরাল

একের পর এক পাক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত , ভিডিও ভাইরাল


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৪/১১/২০২০ , ১০:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


নতুন করে উত্তেজনা শুরু হয়েছে পাক-ভারত সীমান্তে। ভারতের অভিযোগ, বিনা প্ররোচনাতে ভারতীয় সেনাদের ছাউনি লক্ষ্য করে গোলা বর্ষণ করে পাকিস্তান সেনারা। শুধু সেনা ছাউনি নয়, সীমান্ত সংলগ্ন ভারতীয় গ্রামগুলোতেও হামলা চালায় পাকিস্তান। পাকসেনাদের অতর্কিত হামলায় ভারতের ৩ সেনাসহ ৭ জনের মৃত্যু হয়েছে।

ভারতে হামলা চালানোর পরেই পাকিস্তানে হামলা চালানো হয় বলে দাবি করেছে ভারতীয় সেনারা। ভারতীয় সেনাদের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক সেনাদের একাধিক বাঙ্কার।

ভারতীয় সেনাদের পক্ষ থেকে এ নিয়ে কয়েকটি ভিডিও প্রকাশ করা হয়েছে । ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে, ভারতীয় সেনাদের ছোড়া মিসাইলে একের পর এক পাকসেনা ঘাটি একেবারে গুঁড়িয়ে যাচ্ছে।

এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ দফতর এক টুইট বার্তায় ভারতীয় সামরিক বাহিনীর বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ তুলেছে।

পাকিস্তান বলছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সামরিক বাহিনীর ছোড়া গোলায় এক সেনা সদস্যসহ সাত জনের মৃত্যু হয়েছে। এছাড়া শিশুসহ আহত হয়েছেন আরও ২০ জন।

Comments

comments