আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, বিকাল ৫:৩২
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক সুদানে নৌ ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে রাশিয়া

সুদানে নৌ ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে রাশিয়া


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৪/১১/২০২০ , ১২:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


রাশিয়া তার পরমাণু শক্তিচালিত যুদ্ধজাহাজের জন্য সুদানে একটি নৌঘাঁটি স্থাপন করতে যাচ্ছে। এজন্য সুদানের সঙ্গে একটি চুক্তি সই করেছে মস্কো। লোহিত সাগরের উপকূলে এ নৌ ঘাঁটি স্থাপিত হলে সেখানে অন্তত চারটি রুশ যুদ্ধজাহাজ অবস্থান করবে।
রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন চুক্তির খসড়াতে অনুমোদন দিয়েছেন এবং সময়মতো তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে উপস্থাপন করা হবে।
প্রধানমন্ত্রী মিশুস্তিন এক বিবৃতিতে বলেন, মস্কো এবং খার্তুমের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার করার পরিকল্পনা থেকে এই প্রকল্প নেয়া হয়েছে। দুদেশ তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য পারস্পরিক সহযোগিতা জোরদার করতে চায়।
বিবৃতিতে আরো বলা হয়েছে, সামরিক লক্ষ্য নিয়েই সুদানের উপকূলে রাশিয়ার এই সামরিক ঘাঁটি প্রতিষ্ঠিত হবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে এটি ভূমিকা রাখবে। রুশ সামরিক ঘাঁটি কোনো দেশের জন্য হুমকি সৃষ্টি করবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সুদানের উপকূলে এই ঘাটি প্রতিষ্ঠিত হলে রাশিয়া পরমাণু শক্তিচালিত চারটি জাহাজ সেখানে রাখতে পারবে এবং ৩০০ পর্যন্ত সেনা সদস্য সেখানে অবস্থান করবে। এছাড়া, মস্কো সুদানের বন্দরকে জাহাজ মেরামত ও জ্বালানি রিসাপ্লাইয়ের কাজে ব্যবহার করতে পারবে।
সুদানের পোর্ট সুদান শহরে রাশিয়া এই সামরিক ঘাঁটি নির্মাণ করবে। এ শহরটি সুদানের প্রধান আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র এবং লোহিত সাগরের উপকূলে অবস্থিত বৃহত্তম শহর।

Comments

comments