আজ: ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১২:৫৩
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক ব্রাজিলে করোনায় আরও ৬১৪ জনের মৃত্যু

ব্রাজিলে করোনায় আরও ৬১৪ জনের মৃত্যু


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৪/১১/২০২০ , ১০:১০ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


ব্রাজিলে অব্যাহত রয়েছে করোনার তাণ্ডব। নতুন করে প্রাণহানি ঘটেছে ৬১৪ জনের। এতে মৃতের সংখ্যা ১ লাখ ৬৫ হাজারের দোরগোড়ায় পৌঁছেছে। থেমেই নেই সংক্রমণও। ফলে আক্রান্তের সংখ্যা ৫৮ লাখ ছাড়িয়েছে। তবে কমেছে সুস্থতা।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৮৪৯ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৮ লাখ ১৯ হাজার ৪৯৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৬১৪ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৬৪ হাজার ৯৪৬ জনে ঠেকেছে।
অপরদিকে, এখন পর্যন্ত সেখানে করোনামুক্ত হয়েছেন ৫২ লাখ ৬৭ হাজার ৫৬৭ জন রোগী। এর মধ্যে গত একদিনেই সুস্থতা লাভ করেছেন ১০ হাজার ৮শ জন।।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত এক জনের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এর পর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে। যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।
তবে শুধু ব্রাজিলই নয়, করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে গোটা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও। যেখানে পূর্বের তুলনায় ভাইরাসটির দাপট অনেকটা বেড়েছে। এমন অবস্থায় করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন।

Comments

comments