আজ: ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১২:০৯
সর্বশেষ সংবাদ
অপরাধ, জেলা সংবাদ নারীর পেটে মিললো ২৪০ পিস ইয়াবা

নারীর পেটে মিললো ২৪০ পিস ইয়াবা


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৩/১১/২০২০ , ১১:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ,জেলা সংবাদ


পটুয়াখালীঃ লিপি আক্তার নামে এক নারীকে আটক করেছে ডিবি পুলিশ। তার পেট থেকে ২৪০ পিস ইয়াবা উদ্ধার করে তারা। এরপর এক্স-রে করে সেই ইয়াবা পায়ুপথ দিয়ে বের করে আনা হয়।

ঘটনার নেপথ্যে জানা যায়, আটক লিপি আক্তার বরিশাল থেকে পটুয়াখালী হয়ে বরগুনা যাচ্ছিলেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সদর থানার বড়ব্রিজ সংলগ্ন টোল প্লাজা থেকে তাকে আটক করা হয়।

ওই রাতেই জেলা ডিবি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- আটকের সময় নিজেকে সাংবাদিক পরিচয় দেন লিপি আক্তার। ওই সময় সন্দেহ হলে তাকে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে এক্স-রে করানো হয়। এতেই লিপি আক্তারের পেটে ইয়াবার উপস্থিতি পাওয়া যায়। এরপর জেলা ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে বিশেষ পদ্ধতিতে তার পায়ুপথ দিয়ে কালো স্কচটেপ পেঁচানো আটটি প্যাকেট বের করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- প্রতিটি প্যাকেটে ৩০টি করে ২৪০টি ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার দাম আনুমানিক ৭২ হাজার টাকা। এ ঘটনায় লিপি আক্তারের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মামলা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ওসি আকতার মো‌র্শেদ জানান, লিপি আক্তারের বিরুদ্ধে আগে থেকেই বরগুনা সদর থানায় মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

Comments

comments