ইথিওপিয়ায় শত শত বেসামরিক নাগরিককে হত্যা
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৩/১১/২০২০ , ১১:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় টাইগ্রয়ে শত শত বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার এমনটি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে , টাইগ্রয় পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) সেনারা সোমবার এই গণহত্যা চালায়। কিন্তু টাইগ্রায়ান কর্মকর্তারা জানিয়েছেন যে এর সঙ্গে পিপলস লিবারেশন ফ্রন্টের কোনো সম্পৃক্ততা নেই।
গত সপ্তাহে ইথিওপিয়া সরকার এবং রাজনৈতিক দল টাইগ্রয় পিপলস লিবারেশন ফ্রন্টের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই গণহত্যার কারণে টাইগ্রয় অঞ্চলের হাজার হাজার বেসামরিক নাগরিক ইথিওপিয়া ছেড়ে সুদানে পালিয়ে গেছেন।
ইথিওপিয়ার টাইগ্রয় দীর্ঘদিন ধরে টাইগ্রয় পিপলস লিবারেশন ফ্রন্টের(টিপিএলএফ) নিয়ন্ত্রণে রয়েছে। এ নিয়ে ইথিওপিয়া সরকারের সঙ্গে টিপিএলএফ’র বিরোধ চলছে।