নির্বাচনে জালিয়াতির দাবি গণতন্ত্রকে ক্ষুন্ন করছে: ওবামা
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৩/১১/২০২০ , ১০:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলায় ডোনাল্ড ট্রাম্পসহ জ্যেষ্ঠ রিপাবলিকান সদস্যদের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া একটি সাক্ষাতকারে ওবামা বলেছেন, নির্বাচনে জালিয়াতির দাবি করে ট্রাম্পসহ জ্যেষ্ঠ রিপাবলিকান সদস্যরা গণতন্ত্রকে ক্ষুন্ন করছে।এই নির্বাচনবে স্পষ্টভাবে জিতেছে বাইডেন।
গত ৩ নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। বাংলাদেশ সময় গত শনিবার রাতে পেনসিলভেনিয়া রাজ্যে জয়ের মাধ্যমে ২৭০ ইলেক্টোরাল ভোটের ম্যাজিক ফিগার পার করেন বাইডেন । আর এর মাধ্যমেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার জয় নিশ্চিত হয়। এদিকে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি এখনো চাপা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যেই আছে।