‘২০২১-এ চমকে দেবো সবাইকে’
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৩/১১/২০২০ , ৯:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


চলতি বছরটা ভালো যায়নি কারো। করোনার প্রভাবে বিভিন্ন ক্ষেত্রে অবস্থা ছিল খারাপ। বলিউড তারকাদের সময়টাও ক্ষতির মধ্য দিয়ে পার হয়েছে। বলিউড তারকা কৃতি শ্যানন সম্প্রতি জানান, ২০২০ ভালো যায়নি তার। তবে আগামীবছর দারুণ কিছু দিয়ে চমকে দেবেন তিনি।
‘মিমি’ সিনেমায় একজন সারোগেট মায়ের ভূমিকায় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করবেন কৃতি। এরপর রাজকুমার রাওয়ের সঙ্গে তার ছবি রয়েছে, নাম ‘হাম দো হামারে দো’। এই দুই ছবি বাদেও কৃতির হাতে রয়েছে অক্ষয় কুমারের সঙ্গে ছবি। ছবির নাম ‘বচ্চন পান্ডে’। কৃতির আরেকটি সিনেমা রয়েছে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘ভেড়িয়া’।
সম্প্রতি বলিউডে জোর গুঞ্জন শোনা গিয়েছিল, অক্ষয় কুমারের সঙ্গে ‘বচ্চন পান্ডে’ সিনেমায় একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন কৃতি। কিন্তু বলিউড সূত্রে খবর, একেবারেই অন্য ধরনের একটি চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে।
কৃতি বলেন, ‘২০২০ পুরো বিশ্বের জন্য খারাপ সময় গিয়েছে। বলিউডের অনেক ক্ষতি হয়েছে। আমার ক্যারিয়ারের জন্যও সময়টা ভালো যায়নি। তবে ২০২১-এ চমকে দেবো সবাইকে। ভক্তরা নতুন এক কৃতিকে দেখতে পাবেন। আমিও বেশ আনন্দিত এখন।