করোনা আক্রান্ত হয়ে লাইভ সাপোর্টে আজিজুল হাকিম
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৩/১১/২০২০ , ১২:২৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা আজিজুল হাকিমের পরিবারের সবাই। তাঁর স্ত্রী জিনাত হাকিম এবং ছেলে রেদওয়ান হাকিম কিছুটা সুস্থ থাকলেও অভিনেতা আজিজুল হাকিমের শারীরিক অবস্থা সংকটাপন্ন।
আজিজুল হাকিমের করোনা আক্রান্তের খবর ও তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিনেত্রী বর্ণা মির্জা। অভিনেত্রী তার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন- ‘আমাদের প্রিয় আজিজুল হাকিম ভাই করোনাতে আক্রান্ত, এবং তার সন্তান হৃদ ও জিনাত ভাবীও। হাকিম ভাই লাইফ সাপোর্টে! সবাই দোয়া করবেন’।
এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হন অভিনেতা আজিজুল হাকিম। বিষয়টিকে গুরুত্ব দেননি তিনি। প্রাথমিক চিকিৎসায় কিছুটা ভালো বোধ করেছিলেন, তবে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এর ঠিক এক দিন পরই অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী অভিনেত্রী ও নির্মাতা জিনাত হাকিম। ৯ নভেম্বর নমুনা পরীক্ষা করালে তাঁর কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। পরদিন আজিজুল হাকিমের শারীরিক দুর্বলতা আরও বেড়ে যায়। পরে এই অভিনেতা ছেলেকে নিয়ে নমুনা পরীক্ষা করালে দুজনই কোভিড-১৯ পজিটিভ বলে জানতে পারেন।