আজ: ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১:৫২
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক নিখোঁজ ইসরাইলি সেনার মরদেহ উদ্ধার

নিখোঁজ ইসরাইলি সেনার মরদেহ উদ্ধার


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৩/১১/২০২০ , ১:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


নিখোঁজ ইসরাইলি সেনার মৃতদেহ উদ্ধার হয়েছে। বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমের অদূরের একটি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সাগি ডেভিড নামের এই দখলদার সেনা গত মঙ্গলবার নিখোঁজ হন। এরপর তাকে উদ্ধারে অভিযান শুরু হয়। দুই দিন খোঁজাখুঁজির পর আজ একটি চেকপোস্টের পার্শ্ববর্তী এলাকা থেকে লাশ উদ্ধার হয়।
কোনো কোনো সূত্র জানিয়েছে, এই সেনাকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এর সঙ্গে কারা জড়িত তা স্পষ্ট নয়।
ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তারা যখন তখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান নেমে হত্যা-নির্যাতন চালায়।

Comments

comments