আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ১০:৩৬
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক মিসরে হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ মার্কিন সেনা নিহত

মিসরে হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ মার্কিন সেনা নিহত


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৩/১১/২০২০ , ১২:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


মিসরের সিনাই উপত্যকায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তিরক্ষা বাহিনীর আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন মার্কিন সেনা রয়েছে। ইসরাইলি একটি সূতের বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্লুমবার্গ।
বৃহস্পতিবারের এ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আরও ৯জন শন্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন।
বহুজাতিকবাহিনী ও পর্যবেক্ষকরা বলছেন, নিহতদের মধ্যে একজন ফ্রান্স ও চেক প্রজাতন্ত্রের শান্তিরক্ষী বাহিনী ছিল। তবে নিহতদের নাম প্রকাশ করা হয়নি। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের এ তথ্য জানানো হয়নি। তবে আহতদের মধ্যে আমেরিকার শান্তিরক্ষীরা রয়েছেন।
ইসরাইলি একটি সূত্র বলছে, বিধ্বস্তের এ ঘটনা আপাতদৃষ্টিতে দুর্ঘটনা বলে মনে হচ্ছে। হেলিকপ্টারটি আক্রান্ত হয়েছে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত কোনও ধরনের ইঙ্গিত পাওয়া যায়নি।
বিবৃতিতে হেলিকপ্টার বিধ্বস্তের ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেয়নি এমএফও। নিয়মিত মিশনের অংশ হিসেবে হেলিকপ্টারটি সেখানে কাজে নিয়োজিত ছিল বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এমএফও’র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সিনাইয়ে যুক্তরাষ্ট্র ও ১২ টি দেশের এক হাজার ১৫৪ জন সেনা মোতায়েন রয়েছে। এদের মধ্যে ৪৫২ জন যুক্তরাষ্ট্রের।

Comments

comments