আজ: ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১:৪০
সর্বশেষ সংবাদ
প্রধান সংবাদ সড়ক দুর্ঘটনায় সরকারি কলেজের অফিস সহায়ক নিহত

সড়ক দুর্ঘটনায় সরকারি কলেজের অফিস সহায়ক নিহত


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১২/১১/২০২০ , ৬:৪৪ অপরাহ্ণ | বিভাগ: প্রধান সংবাদ


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আমতলী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া, এ ঘটনায় আহত হয়েছে ২ বছরের শিশুসহ ৪ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন (৩৫) উপজেলার বহেড়াতলী এলাকার আনার উদ্দিনের ছেলে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অফিস সহায়ক ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বহেড়াতলী এলাকা থেকে বৃহস্পতিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অফিস সহায়ক রুহুল আমিনসহ ৫ জন যার যার গন্তব্যস্থলে ও কর্মস্থলে যাওয়ার পথে উপজেলার আমতলী এলাকায় আসলে অটোরিকশার সঙ্গে অজ্ঞাত একটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলে রুহুল আমিন নিহত হন। এসময় শিশুসহ আরো ৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন স্বজনদের কাছে হস্তান্তর করেন। ঘাতক ট্রাক ড্রাইভারকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। কালিয়াকৈর থানার (এসআই) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

comments