আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সন্ধ্যা ৬:০৬
সর্বশেষ সংবাদ
আইন ও বিচার, জেলা সংবাদ ৭ মামলায় নূর হোসেনকে নারায়ণগঞ্জ আদালতে হাজির

৭ মামলায় নূর হোসেনকে নারায়ণগঞ্জ আদালতে হাজির


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১২/১১/২০২০ , ৭:২৪ অপরাহ্ণ | বিভাগ: আইন ও বিচার,জেলা সংবাদ


নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা বিভিন্ন ধারায় পৃথক ৭টি মামলায় আলোচিত সাত খুন মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী নূর হোসেনকে আদালকে হাজির করা হয়েছিল।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিনের আদালতে হাজির করা হয়।
এ আদালত পৃথক ২টি মামলায় ফৌজদারি ৩৪২ ধারার নূর হোসেনকে পরীক্ষা করেন। এসময় নূর হোসেন নিজেকে নির্দোষ দাবী করেছেন। পরে একটি মাদক মামলায় একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করেন আদালত। এভাবে পর্যায়ক্রমে ৭টি মামলার শুনানী গ্রহন করেন আদালত।
এর সত্যতা নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ বলেন, মাদক, চাঁদাবাজী ও অস্ত্র আইনের পৃথক ৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এরমধ্যে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি অস্ত্র ও একটি চাঁদাবাজী মামলায় আদালত নূর হোসেনকে ফৌজদারি ৩৪২ ধারায় পরীক্ষা করেন। এসময় নূর হোসেন নিজেকে নির্দোষ দাবী করেন।
প্রসিকিউটর আরো বলেন, নূরের বিরুদ্ধে দায়ের করা একটি মাদক মামলায় নজরুল ইসলাম নামে এক ব্যাক্তি সাক্ষী দিয়েছেন। আরেকটি মাদক মামলায় যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ৭টি মামলায় পর্যায়ক্রমে শুনানী শেষে আদালত আগামী ১০ ডিসেম্বর পরবর্তী শুনানীর জন্য দিন ধার্য করেছেন।
আদালত সূত্র জানান, সকালে একটি প্রিজন ভ্যানে নূর হোসেনকে পুলিশ প্রহরায় আদালতে হাজির করা হয়। এরপর আদালতের কার্যক্রম শেষে বিকেলে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

Comments

comments