আজ: ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১২:৫৭
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক করোনার ভ্যাকসিনের সুখবরে তেলের দাম বাড়ছে বিশ্ব বাজারে

করোনার ভ্যাকসিনের সুখবরে তেলের দাম বাড়ছে বিশ্ব বাজারে


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১২/১১/২০২০ , ৬:০৭ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


ফাইজার ও বায়োএনটেকের করোনা-ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকর বলে খবর ঘোষিত হওয়ার পর বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। গতকাল ১১ নভেম্বর থেকে বিশ্ব বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট তেলের দাম এক ডলারের বেশি (২.৩ শতাংশ) বেড়ে ৪৪ ডলার ৬৮ সেন্টে পৌঁছেছে।

এছাড়া, একইদিন ওয়েস্ট টেক্সাস তেলের দাম ব্যারেল প্রতি প্রায় এক ডলার (২.৪ শতাংশ) বেড়ে ৪২ ডলার ৪৪ সেন্টে ওঠে। এর আগে মঙ্গলবার ইরানের রপ্তানিযোগ্য তেলের দাম ৪০ ডলার ৩৭ সেন্ট পর্যন্ত বেড়ে গিয়েছিল।

চলতি সপ্তাহের শুরুর দিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারির আবিস্কৃত ভ্যাকসিন ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর থেকেই বিশ্ব বাজারে তেলের দাম বাড়তে থাকে।

গত মার্চ মাসে বিশ্বব্যাপী ব্যাপকভাবে করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর এপ্রিলে তেলের দাম ১৬ ডলার পর্যন্ত নেমে যায় যা ছিল গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন।

তেলের দাম নিম্নমুখী থাকা অবস্থায় একমাত্র চীনই তেল কিনে এই প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার সমৃদ্ধ করে। এ কারণে করোনাভাইরাসের মহামারির মধ্যে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকে। চীনের সরকারি হিসাব অনুযায়ী চলতি বছরের তৃতীয় তিন মাসে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৪.৯ শতাংশ।

Comments

comments