পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১২/১১/২০২০ , ৩:০২ অপরাহ্ণ | বিভাগ: খেলাধূলা


পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান ইউনুস খানকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃহস্পতিবার পিসিবি এর সত্যতা নিশ্চিত করে জানায়, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্ব দেওয়া হয়েছে ১১৮ টেস্ট খেলা এই সাবেক ব্যাটসম্যানকে।
চলতি বছরের শুরুতেই জাতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে গিয়েছিলেন ইউনুস। আসন্ন নিউজিল্যান্ড সফরে পূর্ণ ব্যাটিং কোচ হিসেবে দলে যোগ দেবেন তিনি।
দায়িত্ব পাবার পর ইউনুস বলেন, ‘লম্বা সময়ের জন্য পাকিস্তান ক্রিকেটের সঙ্গে আবারও যোগ দিতে পারবো ভেবে আমার ভালো লাগছে। এই মৌসুমে আমাকে যখন সুযোগ দেওয়া হয়েছিলো, আমি সম্মানিতবোধ করেছিলাম এবং সময়টা উপভোগ্য ছিল আমার জন্য। নিউজিল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ সফরে একই দলের খেলোয়াড়দের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।’
পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানান, অন্তত দুই বছরের জন্য জাতীয় দলের সঙ্গে কাজ করবেন ইউনুস।
প্রসঙ্গত, পাকিস্তানের টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে পরিচিত এই ডানহাতি ব্যাটসম্যান। পাঁচ দিনের ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরি করা পাকিস্তানি ব্যাটসম্যান তিনি। একমাত্র পাকিস্তানি তিনি, যার ঝুলিতে রয়েছে ১০ হাজার টেস্ট রান। ২০০০ সালে করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই নেতৃত্ব দেওয়া ইউনুসের।