আজ: ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ২:১৩
সর্বশেষ সংবাদ
খেলাধূলা ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়নদের হার

ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়নদের হার


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১২/১১/২০২০ , ৩:৩৫ অপরাহ্ণ | বিভাগ: খেলাধূলা


উয়েফা নেশনস লিগে খেলতে নামার আগে প্রস্তুতির অংশ হিসেবে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ফিনল্যান্ডের কাছে হেরে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচ পর্তুগালের মুখোমুখি হবার আগে একপ্রকার হোঁচটই খেলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নের খেলোয়াড়েরা। বুধবার রাতে ঘরের মাঠে ২-০ গোলের বড় হার হজম করতে হয় স্বাগতিকদের। তবে, ফ্রান্সের বিপক্ষে টানা ৮ ম্যাচ হারের পর এবারই প্রথম কোনো ম্যাচ জিতলো ফিনল্যান্ড।

ম্যাচে একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি ফ্রান্স। উল্টো ২৮ মিনিটের সময় মার্কাস ফর্স এবং ৩১ মিনিটে অনি ভালাকারির গোলে জয়ের রসদ লুফে নেয় ফিনল্যান্ড। তারপর থেকেই বাস পার্কিং কৌশল অবলম্বন করে ফ্রান্সকে একটি গোলও করতে দেয়নি সফরকারী দলটি।

শনিবার রাতে পর্তুগালের মুখোমুখি হবার আগে ফিনল্যান্ডের কাছে এই পরাজয় ফ্রান্সকে অনেকটা ব্যকফুটে নিয়ে যাবে বলে ধারণা করছেন অনেক ফুটবল বিশ্লেষক। ফ্রান্স-পর্তুগাল দুই দলেরই সমান ৪ ম্যাচ খেলে রয়েছে ১০ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে রয়েছে নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল।

Comments

comments