আজ: ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১:২৬
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ কাউখালীতে মহিলা পরিষদের অবস্থান কর্মসূচি পালন

কাউখালীতে মহিলা পরিষদের অবস্থান কর্মসূচি পালন


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১২/১১/২০২০ , ৫:৫০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


সহিংসতা মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে পিরোজপুরের কাউখালীতে প্রতিবাদী অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মহিলা পরিষদ কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা হক, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খসরু, সূর্যোদয় খেলাঘর আসরের লিটন কৃষ্ণকর, মহিলা পরিষদের সাবেক সভানেত্রী জাহানুর বেগম, ঝুমুর ঘোষ, ছায়া সমাদ্দার, ইউপি সদস্য ঝর্না রাণী প্রমুখ।

আরও পড়ুন: স্কুলের বার্ষিক অনুষ্ঠান গান বন্ধ করতে প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি, পরে হামলা

এ সময় বক্তারা, সহিংসতা মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Comments

comments