ব্রাজিলে চীনা ভ্যাকসিনের পরীক্ষা ফের শুরুর অনুমোদন
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১২/১১/২০২০ , ৩:৩০ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


ব্রাজিলে চীনা ভ্যাকসিনের পরীক্ষা ফের শুরুর অনুমোদন দিয়েছে দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা । বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এর আগে গত সোমবার আনভিসা ব্রাজিলে চীনা ভ্যাকসিনের পরীক্ষা স্থগিত করার কথা জানিয়েছিল। একজন স্বেচ্ছাসেবকের মৃত্যু হওয়ায় ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করে রাখা হয় । তবে ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থার প্রধান এখন বলছেন, ভ্যাকসিনের পরীক্ষার সঙ্গে ওই মৃত্যুর ঘটনার কোনো যোগসূত্র নেই।
বুধবার একটি বিবৃতিতে আনভিসার পক্ষ থেকে বলা হয়, ভ্যাকসিনের পরীক্ষা ফের শুরুর বিষয়টি অনুমোদন দেওয়ার জন্য তাদের কাছে পর্যাপ্ত তথ্য এসেছে।
আনভিসার বিবৃতিতে আরো বলা হয়, পরীক্ষা স্থগিত হওয়া মানে এই নয় যে তদন্তাধীন টিকাটি মানহীন, অনিরাপদ বা অকার্যকর।