জয়পুরহাট মহিলা ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১২/১১/২০২০ , ৫:২৮ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


জয়পুরহাট মহিলা ডিগ্রি কলেজের ৪ তলা ভিত্তি বিশিষ্ট নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে । ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জয়পুরহাটে -১ আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুল আলম দুদু । প্রায় ৮৪ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে এ নবনির্মিত ৪ তলা বিশিষ্ট ভবনের একতলা ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট- ০১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
কলেজ গভর্নিং বডির সভাপতি ও জয়পুরহাট জেলা আওয়ামী লীগের আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ মোমিন আহমেদ চৌধুরী জিপি,এর সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হাক্কানী, কলেজের অধ্যক্ষ আব্দুল মুমিন মন্ডল, উপাধ্যক্ষ মেহেদী হাসান ও ছাত্রলীগ নেতা রাসেল ইসলাম রাসেল প্রমুখ। এসময় কলেজের শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।