আজ: ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, বিকাল ৫:৪৮
সর্বশেষ সংবাদ
খেলাধূলা প্যারাগুয়ের বিপক্ষে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা

প্যারাগুয়ের বিপক্ষে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১২/১১/২০২০ , ৪:৪৮ অপরাহ্ণ | বিভাগ: খেলাধূলা


বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে ভোরে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ইউরোপ জুড়ে যখন প্রীতি ম্যাচের মেলা, লাতিন তখন ব্যস্ত বিশ্বকাপ বাছাই নিয়ে। প্রথম দিনেই মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চলের ওয়াল্ডকাপ কোয়ালিফায়ার ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ম্যাচ শুরু কাল ভোর ৬টায়। এর আগে রাত ২টায় বলিভিয়ার প্রতিপক্ষ ইকুয়েডর।

২০২২ কাতার বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে লিওনেল স্কালোনির দল। হোম ম্যাচে ইকুয়েডর আর অ্যাওয়েতে বলিভিয়াকে হারে পূর্ণ পয়েন্ট তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা। টেবিলে চূড়ায় আছে ব্রাজিল, সেলেসাওদের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে আর্জেন্টনা।

প্যারাগুয়ের বিপক্ষে পরিসংখ্যান আর্জেন্টিনাকেই এগিয়ে রাখে। প্রতিবেশি দেশটার বিপক্ষে শেষ ১৩ ম্যাচের মাত্র তিনটাতে হেরেছে লিওনেল মেসিরা। জয় ৫টা, বাকি ৫ ম্যাচের পয়েন্ট হয়েছে ভাগাভাগি।

প্যারাগুয়ের বিপক্ষে জিততে হলে আর্জেন্টিনাকে গোলস্কোরিং নিয়ে আলাদা চিন্তা করতেই হবে। বিশ্বকাপ বাছাইয়ের ২ ম্যাচ শেষে আর্জেন্টিনার গোল মোটে তিনটা। দলের সবচেয়ে বড় তারকা মেসির একটি মাত্র গোল, তাও পেনাল্টি থেকে।

ইনজুরি সমস্যাও আর্জেন্টিনাকে ভাবাচ্ছে, লম্বা সময় ধরেই আনফিট থাকায় খেলতে পারছেন না, দলের নাম্বার ওয়ান স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। দলের আরেক বড় তারকা দিবালা একই কারণে বাইরে। ভার্সেটাইল মার্কোস আকুইনা আর মিডফিল্ডার রবার্তো পেরেইরাও ছিটকে গেছেন। তারপরও মেসি, মার্টিনেজ, দি মারিয়াদের আর্জেন্টিনাই ফেভারিট হিসেবেই নামবে মাঠে।

Comments

comments