পঞ্চগড়ের আটোয়ারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১২/১১/২০২০ , ৩:৫২ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে বাড়ির পাশে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তানভির (আড়াই বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (১১ নভেম্বর) বিকেলে মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের কলেজ মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। শিশু তানভির একই এলাকার নাজমুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশ্বে খেলা করতেছিল শিশু তানভির। একসময় অসবাধানতায় শিশুটি পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে দেখতে না খোঁজাখুজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে, দ্রুত স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দীন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।