দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১২/১১/২০২০ , ৩:৩২ অপরাহ্ণ | বিভাগ: আবহাওয়া,জাতীয়


দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া অন্যস্থানে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২ দশমিক ৬ এবং সর্বোচ্চ খুলনায় ৩৪ ডিগ্রিী সেলসিয়াস।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী তিন দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১২ মিনিটে।