আজ: ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৩:১৪
সর্বশেষ সংবাদ
খেলাধূলা নেপালের বিপক্ষে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা বাংলাদেশের

নেপালের বিপক্ষে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা বাংলাদেশের


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১২/১১/২০২০ , ৪:৪৩ অপরাহ্ণ | বিভাগ: খেলাধূলা


নেপাল ম্যাচের জন্য ২৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাফুফে। বাদ পড়েছেন দেশসেরা গোলকিপার আশরাফুল রানা।

ইনজুরির কারণে দুদিন আগেই চূড়ান্ত দলে থাকাটা অনিশ্চিত হয়ে পড়ে মামুনুলের। তবে গোলকিপার আশরাফুল আলম রানার বাদ পড়ার বিষয়টি একেবারেই ধোয়াশাচ্ছন্ন। দেশসেরা গোলরক্ষককে বাইরে নেয়া হয়েছে জিকো আর সোহেলকে। আশরাফুলের বাদ পড়া প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে জেমি ডে বলেন ,‘ এটা প্রীতি ম্যাচ। অন্যান্য খেলোয়াড়দের সুযোগ দেওয়ার জন্য তাঁকে বাদ দেয়া হয়েছে। ’

দলের অন্যান্যরা সুযোগ পেয়েছেন ফিটনেস আর অভিজ্ঞতায় এগিয়ে থাকায়। অধিনায়ক জামাল ভুঁইয়া সংবাদ সম্মেলনে জানান, নেপালকে হারিয়ে এসএ গেমসে হারের মধুর প্রতিশোধ নিতে চান। নেপাল দলে একজন করোনা শনাক্ত হলেও মানসিক দৃঢ়তায় পিছিয়ে নেই বলে জানিয়েছেন কোচ বালগোপাল মহার্জন।

আগামীকাল সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ ম্যাচটি ১৭ নভেম্বর।

২৩ সদস্যের বাংলাদেশ দল

গোলরক্ষক: শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান

ডিফেন্ডার: তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত

মিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা ও রাকিব হোসেন

ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, এমএস বাবলু ও সুমন রেজা।

Comments

comments