আজ: ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৩:১১
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক রাশিয়ার করোনার সব টিকাই কার্যকর : পুতিন

রাশিয়ার করোনার সব টিকাই কার্যকর : পুতিন


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১১/১১/২০২০ , ২:৪৫ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


রাশিয়ার তৈরি করোনাভাইরাসের সব টিকাই কার্যকর বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন বলেছেন, রাশিয়ায় বর্তমানে দুটি নিবন্ধিত টিকা রয়েছে। এ দুটি টিকা পুরোপুরি কার্যকর। শিগগিরই তৃতীয় টিকার নিবন্ধনের জন্য আবেদন করব আমরা।
মঙ্গলবার তিনি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে ভিডিও কনফারেন্সের এসব কথা বলেন।
পুতিন বলেন, আমাদের দেশে দুটি নিবন্ধিত ভ্যাকসিন রয়েছে। গবেষণায় এসেছে যে, এই দুটি ভ্যাকসিন নিরাপদ এবং এগুলোর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এগুলো খুবই কার্যকর। মস্কো বিশ্বের অন্যান্য দেশেও টিকা সরবরাহের জন্য প্রস্তুত। কিন্তু রাজনৈতিক কারণে বিষয়টি বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, করোনার টিকা পাওয়া পৃথিবীর সব মানুষের অধিকার। টিকার জন্য আমরা সব দেশের সঙ্গে একযোগে কাজ করতে চাই।

Comments

comments