বিশ্বকাপ বাছাই : সবার আগে আর্জেন্টিনায় মেসিরা
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১১/১১/২০২০ , ৪:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: খেলাধূলা


বিশ্বকাপ বাছাইপর্বের আর্জেন্টিনার তৃতীয় ও চতুর্থ ম্যাচ খেলতে সবার আগেই ইউরোপ থেকে দেশে পৌঁছেছেন লিওনেল মেসি। ইতিমধ্যে অনুশীলনেও নেমে পড়েছে কোচ লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।
গত সোমবার রাতে ব্যক্তিগত বিমানে বুয়েন্স আইরেসে পৌঁছেন মেসি। ব্যক্তিগত বিমানে তার সঙ্গে আরো ছিলেন দুই সতীর্থ আনহেল দি মারিয়া ও লেয়ান্দ্রো পারেদেস। তবে অনুশীলনে মেসিদেরও আগে পৌঁছেছেন দেশীয়রাই। এস্তেবান আন্দ্রাদা, ফ্রাঙ্কো আরমানি ও গনসালো মন্তিয়েল রিপোর্ট করেছেন সবার আগে।
টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, ডিফেন্ডার লুকাস মার্তিনেজ বাদে বাকি সবাই পৌঁঁছে গেছেন আর্জেন্টিনায়। ইতালি থেকে দেশে ফেরার অনুমতি না মেলায় আটকে আছেন মার্তিনেজ। তবে পেরুর বিপক্ষে ম্যাচের আগেই তাকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী দলের কোচিং স্টাফরা।
আগামী শুক্রবার নিজ দেশে প্যারাগুয়ের মুখোমুখি হবেন লিওনেল মেসিরা। এর পাঁচ দিন পর আলবিসেলেস্তেরা নিজেদের চতুর্থ বিশ্বকাপ বাছাই ম্যাচে পেরুর আতিথ্য নেবে। প্রথম দুই ম্যাচে ইকুয়েডর ও বলিভিয়াকে হারিয়ে বাছাইপর্বে শুভসূচনা করে দলটি।