পশ্চিমবঙ্গের বিভিন্ন রুটে ট্রেন চলাচল শুরু
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১১/১১/২০২০ , ৮:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


প্রায় সাড়ে সাত মাস বন্ধ থাকার পর আজ বুধবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীদের মানতে হচ্ছে করোর স্বাস্থ্য বিধি।
প্রত্যেক স্টেশনে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের শরীরের তাপমাত্রা মেপে স্টেশনে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। ট্রেনে উঠতে হলে প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক। ট্রেনের কামরায় ঘনঘন জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।
ভিড়ের কথা মাথায় রেখে অফিস টাইমে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে সকাল ৮টা থেকে ১১টার মধ্যে ১৪৮টি লোকাল চালানো হবে। সন্ধ্যার ব্যস্ত সময়েও প্রায় একই সংখ্যক ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে। লকডাউনের আগে ওই সময়ে মোট ১৭৭টি ট্রেন চলত।
করোনা সংক্রামণ রোধে টিকিট কাউন্টারে নির্দিষ্ট দূরত্বে দাঁড়াতে হচ্ছে যাত্রীদের। ট্রেন-কামরার ভিতরে একটি আসন ফাঁকা রেখে বসতে হচ্ছে। এ বিষয়ে একটি সতর্কতামূলক ভিডিও প্রচার করা হচ্ছে।