আবারও বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১১/১১/২০২০ , ৬:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে এনডিএ জোট। কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি ও জোট সঙ্গীদের নিয়ে ১২৫টি আসন পেয়েছে এনডিএ জোট। নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ১১০টি আসন পেয়েছে আরজেডি নেতৃত্বাধীন মহাজোট। অন্যরা পেয়েছে বাকি ৮টি আসন।
তবে নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ ৭৫টি আসন পেয়েছে তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। অন্যদিকে এককভাবে বিজেপি পেয়েছে ৭৪টি আসন। আর ৪৩টি আসন পেয়ে তৃতীয় হয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ। তবে তৃতীয় হলেও রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমার।
বিহারের ২৪৩ আসনের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয় মঙ্গলবার সকালে। সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন পড়ে ১২৩টি আসন। রাজ্যটির মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দলের সঙ্গে জোট গড়ে নির্বাচনে অংশ নেয় বিজেপি। আর বিরোধীদের মহাজোটের নেতৃত্বে রয়েছে তেজস্বী যাদবের আরজেডি। বর্তমানে দুর্নীতির মামলায় কারাবন্দি সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ছেলে তিনি।
তেজস্বী যাদবের আরজেডি একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন পেলেও তার জোটসঙ্গী অন্যান্য দলগুলো আশানুরুপ ভালো ফল করতে না পারায় সরকার গঠন করতে পারছে না তারা। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে।
নীতিশ কুমারের জয়ে তরুণ ভোটারদের অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তরুণদের পাশাপাশি রাজ্যের নারীদের অভিনন্দনবার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিজেপি আগেই ঘোষণা করেছিল এনডিএ জোট সংখ্যা গরিষ্ঠতা অর্জন করলে নীতিশ কুমার রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। বিজেপির প্রতিশ্রুতি মতো ধরে নেওয়া যায় নীতিশ কুমারই ফের বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন।