আজ: ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৪ হিজরি, সকাল ৭:৪৯
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক সিরিয়ার তেল খাতের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

সিরিয়ার তেল খাতের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১১/১১/২০২০ , ৯:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ার তেল খাতের ওপর এবার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সদ্য শেষ হওয়া নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা থেকে বিদায় যখন নিশ্চিত হয়ে গেছে তখনই এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
সিরিয়ার বেশ কয়েকজন সংসদ সদস্য এবং গোয়েন্দা কর্মকর্তাকেও নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এসব ব্যক্তি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে এটাই তাদের অপরাধ।
সিরিয়ার উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যখন আসাদ সরকার পূর্ণাঙ্গ বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে তখন দামেস্কের অর্থ প্রবাহের উৎস বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন।
সোমবার (৯ নভেম্বর) মার্কিন অর্থ মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে জানিয়েছে, সিরিয়ার সামরিক কর্মকর্তাসহ বেশ কয়েকজন সংসদ সদস্য এবং সরকারি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
একই সঙ্গে সিরিয়া ও লেবাননের আরও কিছু নাগরিকের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচিন বলেছেন, আমার মন্ত্রণালয় আসাদ সরকার ও তাদের সমর্থকদের উপর চাপ সৃষ্টি অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
অন্য দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আলাদা বিবৃতিতে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন।

Comments

comments