আজ: ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি, রাত ১২:৪৬
সর্বশেষ সংবাদ
অপরাধ, কুমিল্লা বিভাগ, জেলা সংবাদ কুমিল্লায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১১/১১/২০২০ , ১২:৪০ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,কুমিল্লা বিভাগ,জেলা সংবাদ


কুমিল্লায় যুবলীগ কর্মী জিল্লুর রহমান গোলাম জিলানীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জিল্লুর রহমান সদর দক্ষিণ উপজেলার চৌয়ারার বাসিন্দা। গত সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলার পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। তিনি যুবলীগের নেতা হিসেবে এলাকায় পরিচিত।
সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারার বাড়ি থেকে ছেলেকে মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন তিনি। এ সময় চৌয়ারা পুরাতন সড়কে অস্ত্রধারী মোটরসাইকেল আরোহী দুবৃর্ত্তরা উপর্যপরি কুপিয়ে জখম করে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জিলানীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সকাল ৯টায় হাসপাতালে চিকিৎসার্ধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।
তিনি আরও বলেন, যুবলীগ নেতা জিলানী হত্যায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছেন। খুব শিগগিরই হত্যাকারীদের আটক করবে পুলিশ।
এ ঘটনায় সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা প্রস্তুতি চলছে।

Comments

comments