ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের মহানায়ক ইয়াসির আরাফাতের মৃত্যুবার্ষিকী আজ
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১১/১১/২০২০ , ১০:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


আজ ১১ নভেম্বর, ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের অবিসংবাদিত মহান নেতা ইয়াসির আরাফাতের ১৬-তম মৃত্যুবার্ষিকী আজ।
ইসরায়েলের দখলদারিত্ব থেকে মাতৃভূমি ফিলিস্তিনকে মুক্ত করতে আমৃত্যু সংগ্রাম করেছেন তিনি। ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের প্রতীক ইয়াসির আরাফাত। ফিলিস্তিন মুক্তি সংগ্রামের সবচেয়ে জনপ্রিয় ও ত্যাগী নেতা ছিলেন তিনি।
২০০২ সাল থেকে রামাল্লায় একটি বাড়িতে ইয়াসির আরাফাতকে অবরুদ্ধ করে রাখে ইসরায়েল। এসময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে ২০০৪ সালের ১১ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
ইয়াসির আরাফাতের দল পিএলও’র অভিযোগ অবরুদ্ধ অবস্থায় তাকে পলোনিয়াম বিষ প্রয়োগ করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।