বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির কোটচাঁদপুর শাখার বার্ষিক সাধারন সভা
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১০/১১/২০২০ , ৬:১৮ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির কোটচাঁদপুর শাখার বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় হ্যাচারী কমপ্লেক্সে সভা করা হয়।
কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির কোটচাঁদপুর শাখার সভাপতি সোহরাব হোসেন এ সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা ঔষধ প্রশাসনের সহকারি পরিচালক রেহান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কমিটির পরিচালক আক্তারুজ্জামান আক্তার, ঝিনাইদহ জেলার সভাপতি রফিকুল ইসলাম সোম,সিনিয়র সহসভাপতি মোস্তাকিবুর রহমান ঝন্টু।
এছাড়া উপস্থিত ছিলেন কোটচাঁদপুর সমিতির সাধারন সম্পাদক মালিক তবিবুর রহমান বিপলু,সহসভাপতি হাসানুজ্জামান ডাবলু,কোটচাঁদপুর ফারিয়ার সভাপতি রুবেল হাসান,সাধারণ সম্পাদক শিলূ পারভেজ। সভায় ডেট এক্সফাপায়ারি ঔষধ,দোকান চালনোর নিয়ম কানুন ুনিয়ে আলোচনা হয়। তবে বেশি গুরুত্ব পায় নো মাক্স নো সার্ভিসের বিষয়টি। এ ছাড়া ঔষধ প্রশাসনের সহকারি পরিচালক রেহান হোসেন কেমিষ্টদের বলেন,কোন দোকানে ঔষধ থাকলে তাকে অবশ্যই ড্রাগ লাইসেন্স করতে হবে। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন এলাকার পিসি ডাক্তার ও কেমিষ্ট সমিতির সদস্যবৃন্দরা।