আজ: ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি, সকাল ৬:৫৮
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ কটিয়াদীতে পাঁচটি ডায়গনস্টিক সেন্টার কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কটিয়াদীতে পাঁচটি ডায়গনস্টিক সেন্টার কে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১০/১১/২০২০ , ৬:৪০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


কিশোরগঞ্জের কটিয়াদীতে পাঁচটি ডায়গনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা অবধি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম।

এ সময় আদালত মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন রিএজেন্ট, প্রত্যাশিত সেবা না দেয়া এবং বিভিন্ন ধরনের প্যাথলজি পরীক্ষার অতিরিক্ত ফি নেয়ার অপরাধে কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫৫ হাজার টাকা, মডেল ডায়গনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, শারমিন ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, কটিয়াদী ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা ও মাতৃছায়া ডেন্টাল কেয়ারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে দেখতে পায়, ডায়াগনস্টিক সেন্টার গুলোতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন রিএজেন্ট এর ব্যবহার, প্রত্যাশিত সেবা না দেয়া সহ বিভিন্ন ধরনের প্যাথলজি পরীক্ষার অতিরিক্ত ফি নেয়ার মাধ্যমে জনসাধারণের সঙ্গে প্রতারণা করছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক এবং ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এবং ২০০৯ সালের জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ৪৫ ও ৫১ ধারায় এই জরিমানা আদায় করেন।

অভিযানে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রিপন দেবনাথ, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল ও মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

comments